Type to search

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক নওয়াব আটক

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ব্লাকমেইল ও পরকীয়ার ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বৃহষ্পতিবার বিকেলে ধর্ষনের শিকার গৃহবধূ (২৫) বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে দেবহাটা থানার এসআই হাসিনা খাতুনসহ পুলিশ সদস্যরা সখিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক নওয়াব আলী (৩৮) কে আটক করেন। শুক্রবার (৪ ডিসেম্বর) ধর্ষক নওয়াব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
ধর্ষনের ঘটনার আলামত সংগ্রহ এবং আদালতের অনুমতিক্রমে ভিকটিমের মেডিকেল চেকআপের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। আটককৃত ধর্ষক নওয়াব আলী উপজেলার দক্ষিন পারুলিয়া এলাকার আকবর গাজীর ছেলে।
ধর্ষনের শিকার গৃহবধূর পিতা নওয়াপাড়া গ্রামের জলিল গাজী বলেন, দীর্ঘদিন ধরে তার মেয়েকে ব্লাক মেইল ও পরকীয়ার ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষন করে আসছিলো নওয়াব। বৃহষ্পতিবার (৩ ডিসেম্বর) সে ফের তার মেয়েকে জোরপূর্বক ধর্র্ষন করলে ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে ভিকটিম গৃহবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ধর্ষনের ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ। এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে আলামত সংগ্রহ করে আদালতের অনুমতিক্রমে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ এবং ভুক্তভোগীকে মেডিকেল চেকআপের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
Translate »