জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা শহরের কাটিয়া থেকে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক সপ্তাহ পর খুলনার লবণচোরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত শনিবার ২ যুবককে আটক করেছে।
আটককৃতরা হলেন, কাটিয়া সরকার পাড়া এলাকার আবু বাক্কার সিদ্দিকের ছেলে আসাদুল ইসলাম (৩২) ও মিকাইল হোসেনের ছেলে মনিরুল ইসলাম শাওন (২৮)।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন বলেন, শনিবার ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক করা হয়েছে শাওন ও আসাদুল নামের ২ যুবককে। এর আগে গত ২৫ সেপ্টম্বর শহরের কাটিয়া এলাকার হিন্দুধর্মাবলম্বী ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে খুলনার লবণচোরায় নিয়ে যায় প্রতিবেশী ওই ২ যুবক। সেখানে তাকে ধর্ষণ করে আটকে রাখে তারা।
এদিকে, মেয়েকে খুঁজে না পেয়ে গত শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর বাবা। অভিযুক্তদের মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার (৩ অক্টোবর) দিনভর পুলিশ অভিযান চালিয়ে শাওন ও আসাদুলকে আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।