Type to search

সারাদেশ

লালমনিরহাটে অভিভাবককে জুতাপেটা করায় স্কুলে আসছে না শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধার পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবককে প্রধান শিক্ষকের জুতা দিয়ে পেটানো ঘটনায় ৩ দিন ধরে স্কুলে আসতে না কোনো শিক্ষার্থী। ফলে ক্লাসরুমে এবং লাইব্রেরিতে বসে সময় পার করছেন শিক্ষক-শিক্ষিকা।

জানা গেছে, গত ১৮ জুলাই ওই স্কুলের প্রধান শিক্ষকের দেরি করে স্কুলে আসার বিষয় নিয়ে কথা বললে এক অভিভাবককে প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবি পায়ের জুতা দিয়ে মারধর করেন। এ ঘটনায় ১৯ জুলাই দুপুরে প্রধান-শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকরা মহাসড়কে মানববন্ধন করে। এ ঘটনার পর স্থানীয় ১১ জন অভিভাবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছবি।

অভিভাবকদের দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবির বদলি না হওয়া পর্যন্ত কোনো স্কুলে পাঠানো হবে না শিক্ষার্থীকে।

এ সময় অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অভিভাবককে জুতা দিয়ে পেটানো, সময়ের ব্যাপারে উদাসীনতা, দায় সাড়া দায়িত্ব পালন, বিদ্যালয়ের অপরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপকরণ সংকট, শিক্ষার্থীদের স্কুল ফিডিং প্রোগ্রামের বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়াসহ আরও অনেক অভিযোগ তুলে ধরেন।

এ বিষয়ে পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবি জানান, স্কুলের কোনো শিক্ষার্থী না আসায় আমরা প্রত্যেক অভিভাবকদের বাসায় গিয়েছি। এ বিষয়ে আমরা মঙ্গলবার অভিভাবক সমাবেশ ডেকেছিল। বিশৃঙ্খলা এড়াতে আমি ওই এলাকার ১১ জনের নামে থানায় একটি অভিযোগ করেছি। জুতা দিয়ে পেটানো ঘটনাটি সঠিক নয়।

হাতীবান্ধা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জাকির হোসেন বলেন, বিষয়টি জেনেছি সমাধানের জন্য এক সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছি।

লালমনিরহাট জেলার প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী আসছে না বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। এ বিষয়ে কেউ কিছুই আমাকে জানায়নি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিসিবি/এমআই

Translate »