Type to search

সারাদেশ

রাজশাহী মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের ১০ জন করোনাভাইরাস পজেটিভ এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এটি প্রায় দেড় বছরের মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যুর রেকর্ড।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের নয় জন, রাজশাহীর ছয় জন এবং নওগাঁর একজন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ২২৫ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ৩২জন নতুন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজশাহীর ১৩, চাঁপাইনবাবগঞ্জের ১৫, পাবনার তিন এবং নাটোরের একজন।

রাজশাহী মেডিকেলের আইসিইউতে আজ শুক্রবার সকাল পর্যন্ত ১২ জন ভর্তি আছেন উল্লেখ করে তিনি জানান, দ্রুতই রোগী বাড়ছে। হাসপাতালের বেড খালি থাকছে না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ২টি ল্যাবে নতুন করোনা রোগী পজিটিভ শনাক্ত হয়েছেন ৬৫ জন।

Translate »