Type to search

Lead Story সারাদেশ

রাজশাহী মেডিকেলের কোভিড-১৯ ওয়ার্ডে আরও ১২ মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয় বলে আজ সোমবার সকালে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনাভাইরাস পজিটিভ ১০ জন এবং উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৩জন, চাঁপাইনবাবগঞ্জের ছয় জন, নাটোরের ২জন এবং মেহেরপুরের ১ জন রয়েছেন।

রামেক হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ৪৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন, নাটোরের একজন, নওগাঁর দুজন, পাবনার ২জন এবং কুষ্টিয়ার একজন। সুস্থ হয়ে ছুটি নিয়েছেন ২৬ জন।

এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩০৭ জন। এদের মধ্যে রাজশাহীর ১৫৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯২ জন, নওগাঁর ৩২ জন, নাটোরের ১৫ জন, পাবনার ১০জন, কুষ্টিয়ার ১ জন ।

রোববার (১৩ জুন) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৪টি নমুনা পরীক্ষায় ১৫৪ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তের হার ছিলো ৪১ দশমিক ১৮ শতাংশ। নাটোর জেলার ১১১টি নমুনায় ২৬ জনের পজিটিভ শনাক্ত আসে। শনাক্তের হার ছিলো ২৩ দশমিক ৪২ শতাংশ। নওগাঁ জেলার ১৬৫ টি নমুনায় ৬৩ জনের পজিটিভ আসে।শনাক্তের হার ছিলো ৩৮ দশমিক ১৮ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের ২টি নমুনা পরীক্ষায় ২জনেরই নেগেটিভ রিপোর্ট আসে।

এদিকে সিভিল সার্জনের পাঠানো প্রতিবেদনে জানা গেছে, পিসিআর ল্যাব ও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে এক হাজার ৫৪৯ নমুনা পরীক্ষায় জেলায় ৩০৮ জনের করোনা শনাক্ত হয়। এতে গড় শনাক্ত হার ১৯ দশমিক ৮৮ শতাংশ । এতে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় এক হাজার ১৭৫টি নমুনায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়। পিসিআর ল্যাবে ৩৭৪ নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১৫৪ জনের করোনা।

Translate »