Type to search

সারাদেশ

রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড বিএনপির অবস্থান কর্মসূচি, গ্রেপ্তার ৩০

জেলা প্রতিনিধিঃ রাজধানীর গাবতলী থেকে বিএনপির ৩০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৯ জুলাই) দলটির পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে গেলে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী গাবতলীতে বিএনপি অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি শুরু করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে মাইক ও চেয়ার নেওয়া হলে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেগুলো সরিয়ে ফেলে।

দারুস সালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, ঘটনাস্থল থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »