Type to search

সারাদেশ

রংপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোর্শেদ এতথ্যর সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার যমুনেশ্বরী নদীর বারাতি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার ইকরচালি এলাকার বাসিন্দা অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৪৪), যাত্রী একই এলাকার স্মৃতি আক্তার (২০) ও ইকরচালি সরকার পাড়া এলাকার ভুট্টু মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ইকরচালি থেকে একটি অটোরিকশায় চার যাত্রী তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে নীলফামারীর সৈয়দপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশায় ধাক্কা দেয়। এতে চালকসহ চার যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। চিকিৎসাধীন সুরাইয়া মারা যান। আহতদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন বিকাল ৩টায় জাহাঙ্গীর ও পৌনে ৪টায় স্মৃতির মৃত্যু হয়।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামি রহমান জানান, ‘চিকিৎসাধীন ৩ যাত্রীর মধ্যে ৩ জন মারা গেছেন।

এবিসিবি/এমআই

Translate »