Type to search

সারাদেশ

রংপুরের মিঠাপুকুরে গরু ব্যবসায়ীকে হত্যা করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধিঃ মিঠাপুকুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ৩ ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় সাদেক বাদশা নামে এক ব্যবসায়ী বাধা দিলে দৃস্কৃতিকারীরা মাইক্রোবাস চাপা দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুর-বৈরাগীগঞ্জের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত ব্যবসায়ী সাদেক বাদশা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়া এলাকার বাসিন্দা।

মিঠাপুকুর থানা পুলিশ ও আহত নছিমন চালক সাজু মিয়া বলেন, বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ীকে নিয়ে কুড়িগ্রাম জেলার বড়বাড়ি হাটে গরু বিক্রি করে তারা নিজ গ্রাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নলেয়ায় ফিরছিলেন। পথে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ-বলদীপুকুরের এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস তাদের পথ রোধ করে। ৮/১০ জন লোক মাইক্রোবাস থেকে নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পরিচয় ও কাগজপত্র যাচাই করতে থাকে তাদের। এ সময় ৩ জনের কাছ থেকে গরু বিক্রির সাড়ে ৩ লাখ টাকা কেড়ে নিয়ে চলে যেতে চাইলে গরু ব্যবসায়ীরা তাদের কাছে থাকা বাঁশ দিয়ে মাইক্রোবাসটি আটকানোর চেষ্টা করে। ছিনতাইকারীরা সাদেক বাদশা নামে ১ জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত হন নছিমন চালক সাজু। পরে স্থানীয় লোকজন বাদশা ও সাজু মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সাদেক বাদশাকে মৃত ঘোষণা করেন।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।

রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি তৎপরতা শুরু হয়েছে। এবং ঘটনাটি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে।

Translate »