Type to search

সারাদেশ

যশোরের চৌগাছা সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার

জেলা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা সীমান্ত থেকে ২ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে চৌগাছা উপজেলার তিলকপুর এলাকায় সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ঐ পাচারকারীকে গ্রেপ্তার করে।

আটক নাজমুল হোসেন (২২) চৌগাছা উপজেলার ঝিনাইকুণ্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে। ওই স্বর্ণের বর্তমান মূল্য প্রায় ২ কোটি টাকা।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, বুধবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি হাবিলদার আব্দুল কাদেরের নেতৃত্বে চৌগাছা উপজেলার তিলকপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তের মেইন পিলার ৪০ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিলকপুরের পাকা রাস্তার উপর দিয়ে একজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করে সোয়েটারের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২ কেজি। স্বর্ণের বর্তমান মূল্য প্রায় ২ কোটি টাকা।

লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী আরও জানিয়েছেন, সীমান্তে বিজিবির টহল জোরদার অবস্থায় রয়েছে। যার কারণে সীমান্তরক্ষীরা সীমান্তে অজ্ঞাত ও অবৈধভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়।

এবিসিবি/এমআই

Translate »