Type to search

সারাদেশ

ময়মনসিংহে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, আহত ১১

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত ৪ জনের মধ্যে ইতোমধ্যে ২ জনে পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন, ধোবাউড়া উপজেলার খামারভাসা এলাকার দুলেনা (৪০) ও রেজিয়া (৩৫)।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, মাইক্রোবাসটি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।

এবিসিবি/এমআই

Translate »