Type to search

সারাদেশ

ময়মনসিংহে বজ্রপাতে ৬ জন নিহত

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে শুক্রবার বজ্রপাতে ৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নান্দাইলে ৩ কিশোর, সদর উপজেলায় ২জন ও ধোবাউড়ায় ১জন মারা গেছেন।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান বলেন, শুক্রবার (১৭ জুন) দুপুর একটার দিকে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল এলাকার বজ্রপাতে তিন কিশোরের শরীর ঝলসে যায়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওযা হলে কর্তব্যরত চিকিৎসক ৩জনকেই মৃত ঘোষণা করেন।

মৃতরা হলেন- গাঙ্গাইল এলাকার হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১৩), মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৪) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (১৪)। ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে হাসেন আলী মণ্ডলের ছেলে বাক্কার হোসেন (৪০) ও পচা মিয়া ছেলে জাহাঙ্গীর আলম (৩০) বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন।

অপরদিকে, শুক্রবার সকালে ধোবাউড়া উপজেলার ঘোঘড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে চর মোহনি এলাকার আবু সাঈদ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

এবিসিবি/এমআই

Translate »