Type to search

সারাদেশ

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজির ৫ জন যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজির পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার  দিকে ত্রিশাল বালিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত হয়েছেন ১ জন। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ত্রিশাল থেকে বালিপাড়া যাওয়ার পথে একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন মারা যায়।প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করছে পুলিশ।

এবিসিবি/এমআই
Translate »