Type to search

সারাদেশ

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, ৮ জনের মৃত্যু

 

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গফরগাঁও থেকে আত্মীয়ের মৃত্যু খবরে স্বজনরা নালিতাবাড়ীতে যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় সড়কের পাশে পানিতে ডুবে যায়।

ঘটনার স্থল থেকে ৭ নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ফুলপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে ঘটনাস্থল থেকে কমান্ডার আব্দুর রাজ্জাক জানান। কিছুক্ষণের মধ্যে পানি থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা যাবে বলে জানান তিনি।

নিহতদের মধ্যে ৪জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- পারুল (৪৫), বেগম (৩০), রিপা(২৫) ও রেজিয়া খাতুন (৭০)।

মাইক্রোবাসে থাকা আহত রতন বলেন, চালকসহ তাঁরা ১৫ জন ছিলেন।

Translate »