Type to search

সারাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক চাপায় ৩ জনের মৃত্যু, আহত ২

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। গতকাল রবিবার রাত সোয়া ৯টার দিকে ফুলপুরগামী একটি ট্রাক ময়মনসিংহগামী একটি সিএনজিকে চাপা দেয়।

তাৎক্ষনিক মৃত্যুদের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ময়মনসিংহ থেকে ডাক্তার দেখানোর পর সিএনজি যোগে বাড়ী যাওয়ার পথে এ মর্মান্তিক দূর্ঘটনায় পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় রবিবার (২০ ডিসেম্বর) রাত সারে আটটার দিকে পাঁচ জন যাত্রী নিয়ে একটি সিএনজি ময়মনসিংহ থেকে নেত্রকোনা বা দূর্গাপুর যাওয়ার পথে গৌরীপুর উপজেলার বেলতলি বাজার থেকে দুইশত গজ সামনে একটি দাড়াঁনো পিকআপ ভ্যানকে কে অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সিএনজির ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর ২জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নয়ন দাস ঘটনার সত্যতা স্বীকার করেন।

Translate »