মৌলভীবাজারে চা বাগানের টিলা ধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে ৪ চা শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। নিহত ৪জনই লাখাইছড়া চা বাগানের শ্রমিক।
নিহতরা হলেন- হিরা বুমেজ (৩৩), রাধা মালি (৪৫), রিনা বুমেজ (২২) ও পূর্ণিমা বুমেজ।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির জানান, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই ৪ নারীর মৃত্যু হয়।
এবিসিবি/এমআই