মৃত আত্মীয়কে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জে মৃত আত্মীয়কে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৪ নারী নিহত হয়েছে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮ টায় বালুবাহী ট্রাকের ধাক্কা দিলে অটোরিকশায় থাকা তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ময়না বেগম (৫২), তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪২) ও ভাগ্নি সুফিয়া বেগম (৩২)। সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। নিহতরা সবাই নয়নশ্রী এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর খবর পেয়ে ভাবি, ভাগ্নি ও আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন। মৃধাকান্দা আসলে নবাবগঞ্জ থেকে ১টি বালুবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। মালা বেগমকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা গুরুতর দেখে ডাক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে মালার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাহানা আক্তার।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। মামলা প্রস্তুতির কাজ চলছে।
এবিসিবি/এমআই