Type to search

সারাদেশ

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের স্রোত

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢলে তিল ধারণের জায়গাটুকুও নেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিমুলিয়া ফেরিঘাটে কখনো এত মানুষকে একত্রে দেখা যায়নি। আজ বুধবার (১২ মে) সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এদিকে গণপরিবহন বন্ধ ও বিজিবি মোতায়েন করে কয়েকটি চেকপোস্ট বসিয়েও মানুষের আটকে রাখা যায়নি। মানুষ সব বাধা উপেক্ষা করেই বাঁধভাঙা স্রোতের মতো ঘাটে ছুটছে।

ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। অনুমতি মেলার পর শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

Translate »