Type to search

সারাদেশ

মানিকগঞ্জের দৌলতপুরে নৌকা ডুবে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২

জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুরে নৌকাডুবির ঘটনায় ভাই-বোনসহ ৩ জনের লাশ উদ্ধার হয়েছে। আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। ঈদের সময় তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

মঙ্গলবার (৪আগস্ট) দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটে উপজেলায় চরমাস্তল গ্রামে। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হক ঈদের আগে সাভার থেকে পরিবার পরিজন নিয়ে দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন মামুদ আলীর। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শ্বশুড় বাড়ি থেকে একই উপজেলার চরমাস্তল গ্রামে ভাইরাভাই সেলিমের বাড়িতে নৌকা যোগে বেড়াতে যান। পরে সেলিমের ছেলে মনির হোসেনের নৌকায় চড়ে ঘুরতে বের হন আব্দুল হক, তার স্ত্রী হালিমা বেগম, ছেলে জিয়াউল হক জিয়া (১৩), মিথিলা (৬), মেয়ে রোকসান (১৭), শ্যালিকা শামিমা ও হুনুফা (৩০) এবং তার ছেলে শান্ত (১২)। নৌকা কিছু দুর যাওয়ার পর দুপুর ২ টার দিকে ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়। এতে মনির নিয়ন্ত্রণ রাখতে না পারায় নৌকা ডুবে যায়। নৌকার ৯ জনের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে ৫ জন পানিতে তলিয়ে যায়।

তারা হলেন- আব্দুল হকের ছেলে জিয়াউল হক জিয়া (১৩), মিথিলা (৬),  মেয়ে রোকসানা (১৭) শ্যালিকা হনুফা বেগম (৩০) ও তার ছেলে শান্ত (১২)। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজনের সহায়তায় পানিতে তলিয়ে যাওয়া ৫ জনের মধ্যে জিয়াউল হক জিয়া,রোকসানা ও হনুফা বেগমের লাশ উদ্ধার করা হয়। এই নিউজ লেখা পর্যন্ত মিথিলা ও শান্তর কোন খোঁজ পাওয়া যায়নি।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী জাজনভদ, নৌকাডুবিতে এখন পর্যন্ত ৫ জনৌব ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর লাশ রোকসানা, সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার হয়নি। ঘিওর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন নিখোঁজদের উদ্ধারের জন্য ।

Translate »