মাদারীপুরে অনিবন্ধিত ৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে অনিবন্ধিত পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত সোমবার শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আকতার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজুর রহমানের নেতৃত্বে উপজেলার পাঁচ্চর ও পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় পাঁচ্চর স্বর্ণপট্টি এলাকার শাহ্ নেছার (রহ.) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পাঁচ্চর স্ট্যান্ডে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও শিবচর পৌর এলাকার কলেজ রোডের শিবচর হেল্থ কেয়ার সিলগালা করে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে গত ২৫ জানুয়ারি একই উপজেলার দত্তপাড়ার সূর্য নগর বাজারের সূর্যনগর আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার, সূর্যনগর খিদমা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজুর রহমান জানান, অভিযানকালে যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করা হয়েছে, তাদের স্বাস্থ্য অধিদপ্তরের কোনো লাইসেন্স নেই। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনের জন্য তারা অনলাইনে কোনো আবেদনও করেনি।
এবিসিবি/এমআই