Type to search

সারাদেশ

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মোস্তাফিজ

চলছে বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্ব। আজ একদিনের বিরতি দিয়ে আগামীকাল ফের মাঠে গড়াবে বিপিএল। সাগরিকায় দিনের প্রথম ম্যাচেই সিলেটের মুখোমুখি হবে কুমিল্লা। তাই আগামীকালের ম্যাচের জন্য অনুশীলনে নেমেছিল কুমিল্লা। কিন্তু এদিন মাঠে বড় দুর্ঘটনার শিকার হন দলটির পেসার মোস্তাফিজুর রহমান।

সাগরিকায় অনুশীলনে বল করছিলেন মোস্তাফিজ। একটি ডেলিভারির পর যখন আরেকটি ডেলিভারির জন্য ফিরে যাচ্ছিলেন, তখনই লিটন দাসের মারা একটি শটে মাথায় আঘাত পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়।

এমন সময় মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ তা বোঝা যাবে পরীক্ষানিরীক্ষার পর।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

এবিসিবি/এমআই

Translate »