Type to search

সারাদেশ

মাঙ্কিপক্স নিয়ে যশোরের বেনাপোল স্থলবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

জেলা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও বন্দরেও নতুন ভাইরাস মাঙ্কিপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার  (২৪ মে) মাঙ্কিপক্স নিয়ে উচ্চ সতর্কতা  জারির বিষয়টি শার্শা উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. ইউসুফ আলী নিশ্চিত করেন।

তিনি জানান, মাঙ্কিপক্স নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সারাবিশ্ব থেকেই তথ্য-উপাত্ত নিয়ে এবং দরকার অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা অধিদপ্তর নেবেন। শুধুমাত্র বন্দর ও পাসপোর্টযাত্রী চলাচল করা সীমান্ত গুলোতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে থেকে যে সব যাত্রী ভারত হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে শুধু মাত্র তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »