Type to search

সারাদেশ

ভোলায় জাহা‌জের ধাক্কায় ট্রলারডু‌বিতে ১২ জে‌লে নিখোঁজ

জেলা প্রতিনিধিঃ ভোলার সাগর মোহনায় জাহা‌জের ধাক্কায় এক‌টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘ‌টে‌ছে বলে জানা গেছে। এতে ট্রলারে থাকা ২১ জে‌লের ম‌ধ্যে নয় জন‌কে জীবিত উদ্ধার করা হ‌লেও এখনও নি‌খোঁজ র‌য়ে‌ছে ১২ জে‌লে। জী‌বিত ও নি‌খোঁজ জে‌লেরা ভোলা সদর উপ‌জেলার ইলিশ ইউনিয়ন ও চরফ‌্যাশন উপ‌জেলার আব্দুল্লাহপুর, নুরাবাদ এবং আহ‌ম্মেদপুর এলাকার বা‌সিন্দা।

আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান প্রিন্স বলেন, ওই ইউনিয়নের চার নম্বর ওয়া‌র্ডের কামাল খনকা‌রের এক‌টি ট্রলার নিয়ে র‌বিবার (৫ ডি‌সেম্বর) বি‌কে‌লে বাচ্চু মা‌ঝির নেতৃ‌ত্বে ২১ জে‌লে আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়া‌র্ডের উত্তর শিবা এলাকা থে‌কে সাগর মোহনার উদ্দেশ্যে রওনা হয়। সোমবার (৬ ডিসেম্বর) ভো‌রের দি‌কে ঢালচর ইউনিয়‌নের দ‌ক্ষিণে সাগর মোহনায় এক‌টি জাহাজ তা‌দের ট্রলারটিকে ধাক্কা  দেয়। এ‌তে ট্রলারটি ডু‌বে যায়। ডু‌বে যাওয়া ট্রলারের পাশ দি‌য়ে যাওয়া অন‌্য আরেকটি ট্রলার  নয় জন‌কে জী‌বিত উদ্ধার কর‌লে এখনও নি‌খোঁজ র‌য়ে‌ছে প্রায় ১২ জে‌লে।

চরফ‌্যাশন উপ‌জেলার নির্বাহী অ‌ফিসার মো. আল নোমান বলেন, নি‌খোঁজ‌দের সন্ধানে কোস্টগার্ড, পুলিশ ও নৌ-পু‌লিশ কাজ কর‌ছে।

এবিসিবি/এমআই

Translate »