Type to search

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে ৩ নির্মাণ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেরকান্দা এলাকায় সোমবার (৪ সেপ্টেম্বর) বিদ্যুৎস্পর্শে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল এলাকায় লোকমান মিয়া (২৯) ও  আমজাদ (১৮)  এবং একই উপজেলার  ঝিলুকদারপাড়া গ্রামের বাসিন্দা  শরীফ (১৫)।

এলাকাবাসীর বরাতে সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম বলেন, দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার ২ সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। রডের পিলার দাঁড়া করানোর সময় ওপরে থাকা হাইবোল্টেজের বিদ্যুতের তারে রডে জড়িয়ে গেলে তারা ৩ জনই বিদ্যুৎয়াতি হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এবিসিবি/এমআই

Translate »