Type to search

অপরাধ সারাদেশ

বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজিয়ে যাচ্ছিলেন তরুণী, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজানোর অভিযোগে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে র্যাব।  শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, নিহত রোজিনা সুলতানা চুমকি (২০) রেজাউল ইসলামের মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণির ছাত্রী। প্রতিদিন তিনি স্থানীয় বাজারে চা খেতে যান। যাওয়া-আসার পথে তিনি মোবাইল ফোনে লাউড স্পিকারে গান শোনেন। এ পথেই একরামুল হোসেনের বাড়ি। তাঁর বাড়ির সামনে দিয়েই যাতায়াত করেন চুমকি। আজও তিনি গান বাজিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে অবস্থান করছিলেন একরামুলের ছেলে ইলিয়াস হোসেন (২৭)। তিনি ভলিউম কমানোর কথা বললে ক্ষিপ্ত হয়ে তাঁকে গালাগালি শুরু করেন তরুণী। চুমকির গালাগালি শুনে তাঁকে শায়েস্তা করার জন্য বাড়ি থেকে হাতুড়ি এনে মাথায় বাড়ি দেন ইলিয়াস। চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন চুমকি। তাঁকে ফেলে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত যুবককে আটক করে পিটুনি দেন এবং র্যাব অফিসে খবর দেন। সংবাদ পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে হাজির হয়ে ইলিয়াস, তাঁর বাবা, মাসহ পাঁচ জনকে আটক করে নিয়ে যান র্যাব সদস্যরা। পিটুনিতে অভিযুক্ত যুবক আহত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করে অপর আটকদের জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে নেওয়া হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মুজিদ জানান, চুমকিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।

র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ফয়সাল তানভীর জানান, বুদ্ধিপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ইলিয়াস মাদকাসক্ত। রাস্তা দিয়ে জোরে শব্দ করে গান বাজানোয় তিনি বিরক্ত হয়ে চুমকিকে পিটিয়ে হত্যা করেন।

-সমকাল

Translate »