Type to search

Lead Story সারাদেশ

বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে শিশুসহ ১০ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে শিশুসহ ১০ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন ২০ জন।

আজ রবিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এ ঘটনা ঘটে।

উজিরপুর থানার ওসি আলী আর্শাদ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। বাস কেটে এখন পর্যন্ত ১০ জনের লাশ বের করা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত ১০ জনের লাশ বাস কেটে বের করা হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »