Type to search

সারাদেশ

বরগুনার মেয়র শাহাদাতকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

মো. শাহাদাত হোসেন [ছবি : সংগৃহীত

 

পৌর-মেয়র মো. শাহাদাত হোসেনকে বাংলাদেশ আওয়ামী লীগ বরগুনা শাখার সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১২-১-২১) বরগুনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বরগুনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন। এতে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়।

এখন থেকে মেয়র শাহাদাতের আওয়ামী লীগ বরগুনা জেলা শাখাসহ সকল শাখার সঙ্গে কোনো প্রকার সম্পৃক্ততা থাকবে না এবং তার কোনো কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী থাকবে না বলে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে।

Translate »