Type to search

অপরাধ সারাদেশ

প্রধানমন্ত্রীর ছ‌বি ভাঙচুর মামলায় যুব‌কের ১০ বছ‌রের কারাদণ্ড

জেলা প্রতিনিধিঃ নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁ‌য়ে প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচু‌রের মামলায় সোহাগ আলী না‌মে এক যুবক‌কে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সকা‌লে নারায়ণগ‌ঞ্জের অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ ‌দ্বিতীয় আদাল‌তের বিচারক সা‌বিনা ইয়াছ‌মিন এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ে আসামিকে ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ৩ মা‌সের কারাদণ্ড দেওয়া হয়।

সোহাগ সোনারগাঁওয়ের সাহাপুর গ্রামের আলাউ‌দ্দিন মিয়ার ছে‌লে। জা‌মি‌নে কারামুক্তির পর থেকে সোহাগ পলাতক র‌য়ে‌ছেন।

এবিসিবি/এমআই

Translate »