Type to search

সারাদেশ

প্রধানমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে চা শ্রমিকরা

জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর আশ্বাসে সারাদেশের চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরছেন চা শ্রমিকরা।

রবিবার (২১ আগস্ট) রাতে এক বৈঠকে প্রধানমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। চা শ্রমিক নেতারা ভরা মৌসুমে বাগানে পাতা উত্তোলনের সিদ্ধান্ত নেন।

চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। আজ থেকে তারা কাজে যাবেন।’

মৌলভীবাজার কুলাউড়া লংলা ভ্যালির সভাপতি শহীদুল ইসলাম জানান, ‘প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী। তার আশ্বাসের পরিপেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসে শ্রমিক নেতারা খুশি। তারা আজ থেকে কাজে যোগ দিচ্ছেন।’

এবিসিবি/এমআই

Translate »