Type to search

সারাদেশ

প্রতিমন্ত্রী ড. মুরাদের পদত্যাগের খবরে সরিষাবাড়ীতে আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগের খবরে তাঁর নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার (৭ ডিসেম্বরে) সকাল সাড়ে ১০টার দিকে আনন্দ মিছিল হয়। পরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর এলাকায় মিছিল শেষে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার শিমলাবাজারে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বেলা ১১টার দিকে পৌর এলাকার আরামনগর ট্রাক সমিতির সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিমলাবাজারের বঙ্গবন্ধু চত্বরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এদিকে সকালে মুরাদ হাসানের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বৈঠকখানায় কেউ নেই। আগে প্রতিদিনই এ বাড়িতে নেতা-কর্মীদের আড্ডা, ভিড় লেগে থাকত।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন জানান, মুরাদ হাসানের পদত্যাগের খবরে তাঁরা পৌর এলাকায় আনন্দ মিছিল করেছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।

পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, শিমলাবাজারে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।

এবিসিবি/এমআই

Translate »