Type to search

সারাদেশ

পাবনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সাঁথিয়ার পাথাইল হাটে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় মোটরসাইকেল পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার জালাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল ( ৩২), রবি চানের ছেলে সুরুজ্জামান (৪২) এবং তাদের চাচা মতিন (৬৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৫ টার দিকে একই পরিবারের তিনজন শাহজাদপুরের দিকে যাচ্ছিল। ছোট পাথাইল হাটে ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে তারা। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ চাপা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই মতিন মারা যান। পরে স্থানীয়রা অন্যদের উদ্ধার করে এনায়েতপুর হাসপাতালে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

সাঁথিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কুমার দেবনাথ ঘটনার নিশ্চিত করে জানান, পিকআপের চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এবিসিবি/এমআই

Translate »