পাবনার সাঁথিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে, বাবা-মেয়ের মৃত্যু
জেলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক বসতঘরে ঢুকে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরিষা ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তিরা হলেন- মোঃ সাহাবুদ্দিন (৪০) ও তার মেয়ে বৃষ্টি (১২)। গুরুতর আহত হয়েছেন মা লাকী খাতুন (৩০) ও ছেলে সাগর (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ থেকে কাশিনাথপুরগামী সিমেন্ট বোঝাই শাহ সিমেন্টের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাশিনাথপুর-বগুড়া সড়কের উপজেলার সরিষা ভিটাপাড়া এলাকায় শাহাবুদ্দিনের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘরে থাকা পিতা ও কন্যা মৃত্যু হয় এবং মা ও ছেলে আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মাধপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইয়াছিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তসহ আইনের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকচালক পলাতক রয়েছে।’