Type to search

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীর জয়নগরে মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে দুই জন এবং ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ঈশ্বরদীর রূপপুর গ্রামের লালনের পুত্র ইব্রাহিম (২৫), জহুরুলের পুত্র জয় (২৬)। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত জানান, প্রাথমিকভাবে কারও পরিচয় চিহ্নিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যধ কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনাস্থলেই ২জন মারা গেছেন। হাসপাতালে আরেকজন মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেলটির সাথে রূপপুর পারমাণবিকের অর্গানষ্ট্রয়ের একটি হাইয়েচ এর মুখোমুখি সংঘর্ষ হয়। বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন তরুণই মোটরসাইকেলের আরোহী। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

এবিসিবি/এমআ

Translate »