Type to search

সারাদেশ

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই জন মারা গেছেন।

গতকাল রবিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া রবিবার রাতে এ তথ্য সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-মো. ফজলু (২১), আলমগীর হোসেন (২২)।

এর আগে একই দিন রাতে পদ্মা সেতুতে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় তারা দুর্ঘটনায় গুরুতর আহত হন।

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রবিবার ভোর ৬টা থেকে সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এবিসিবি/এমআই

Translate »