Type to search

সারাদেশ

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় জেলা মহিলা আ’লীগের মানববন্ধন

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমত আরা, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোসনা আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, প্রচার সম্পাদক অধ্যাপক সালেহা আক্তারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে দেশের মানুষ সচেতন ও ঐক্যবদ্ধ হয়েছে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার প্রক্রিয়া সম্পন্ন করেছে। ধর্ষণে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

উক্ত মানববন্ধনে জেলা মহিলা আওয়ামী লীগসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Translate »