Type to search

সারাদেশ

নাটোরে কাঁচা খেজুরের রস পান, নিপাহ ভাইরাসে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় নিপাহ ভাইরাসে শনাক্ত হয়ে সিয়াম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে কাঁচা খেজুরের রস খাওয়ার পর নিপাহ ভাইরাসে শনাক্ত হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

উপজেলার করমদোশী এলাকা কৃষক কামরুল ইসলামের ছেলে সিয়াম এবং সে স্থানীয় দোবিলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

সিভিল সার্জন বলেন, গত রোববার (২৯ জানুয়ারি) কাঁচা খেজুরের রস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (৩০ জানুয়ারি) তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন জানান, সিয়ামের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ আইইডিসিআরে পাঠায়। সেখানে তার নিপাহ ভাইরাসে শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইইডিসিআরের ছয় সদস্যের প্রতিনিধি দল ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ সরেজমিন গিয়ে পরিদর্শন করেছেন।

এবিসিবি/এমআই

Translate »