Type to search

সারাদেশ

তিস্তায় আবারও পানি বৃদ্ধি, ৬ হাজার পরিবার পানিবন্দি

জেলা প্রতিনিধি: অতিরিক্ত বৃষ্টি ও উজানের ঢলের পানিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সেখানে বসবাসকারী ৬ হাজার পরিবার এখন পানিবন্দি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর আজ সকালে তা কমে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে পানি উন্নয়ন বোর্ড পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেয়।

জানা গেছে, এ নিয়ে এবার ৫ বারের মতো তিস্তার পানি বেড়ে পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলো। এতে করে ব্যারেজের ভাটিতে থাকা জেলার হাতীবান্ধা, আদিতমারী, কা লীগঞ্জ ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার ৪টি উপজেলার ৩০ টি গ্রামের প্রায় ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

কয়ছার আহমেদ নামে এক লোক জানান, ‘বাহে, এটা আবার কোন ধরনের বন্যা । মাসোত ২ থেকে ৩ বার পানি আইসে। বাড়ি ঘর, জমি-জমার পানি না সরতেই আবারও পানি আসি হাজির হয়।’

এ সময় সেখানে উপস্থিত আরও অনেকে তিস্তা নদী খনন ও বাঁধ নির্মাণের দাবি জানান।

এবিসিবি/এমআই

Translate »