ঢাকায় গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ আটক ৯

জেলা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় নয় জনকে আটক করেছে র্যাব। বুধবার (১৭ আগস্ট) রাতে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গাজীপুর, ঢাকা, সিরাজগঞ্জ ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ক্রেনচালক, চালকের সহকারী, ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীও রয়েছে।
এদিকে, বুধবার নিহত ৫ যাত্রীর প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
গত সোমবার বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে প্যারাডাইস টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। গাড়িতে থাকা হৃদয় হোসেন (২৬) ও রিয়া মনি (২১) নামের দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা খাতুন (৩০), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।
ঘটনার রাতেই নিহত ঝরণা আক্তার ও ফাহিমা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।
এবিসিবি/এমআই