ঢাকার আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর মধ্যে ২জন পুরুষ ও ১জন নারী। এছাড়াও আরও অন্তত ১০ থেকে ১২ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বৈদ্য মল্লির বেপারী মার্কেট এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। মোট ৭ ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই কারখানা থেকে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া না গেলেও কারখানার শ্রমিকদের বলে ধারণা করা হচ্ছে তারা।
এবিসিবি/এমআই