জয়পুরহাটে র্যাবের অভিযানে ৭ কিশোর গ্যাং গ্রেপ্তার
জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাং চক্রের সদস্যরা হচ্ছে স্থানীয় চকশ্যাম গ্রামের ওবাইদুল ইসলাম (২২), আল আমিন হোসেন (২৫), মিরাজ হোসেন (২২), উজ্জল হোসেন (২৩), সুজন হাসান (১৯) ও পাশের খনজনপুর উত্তরপাড়া মহল্লার আরিফুল ইসলাম (২২) ও রাসেল সাজু (২০)।
খনজনপুর থেকে বেল আমলা এলাকায় যাওয়ার রাস্তায় আনসার ক্যাম্পের উত্তরপাশে আল আমিনের দোকানের সামনে কয়েকজন কিশোর গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় হাটুরে লোকজনের সাথে বিরক্তিকর আচরণ ও শান্তি শৃংখলা বিনষ্ট করে আসছে। এমন তথ্য পেয়ে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় কিশোর গ্যাং চক্রের সাত সদস্যকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধে মাদক সম্রাট, মাদক কারবারি ও কিশোর গ্যাং চক্রকে গ্রেপ্তার সক্রিয় ভূমিকা পালন করে আসছে বলেও জানান র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান।
এবিসিবি/এমআই