সৈয়দ জয়নুল আবেদীন জসি, খুলনা ব্যুরো চীফঃ সাম্প্রতিক অতিবর্ষণে সাতক্ষীরা পৌর এলাকার সৃষ্ট জলাবদ্ধতাকে পূজি করে নাগরিক আন্দোলন মঞ্চের নামে কতিপয় ব্যক্তি এর নেতৃত্বে বর্তমান সরকারের ভাবমুর্তি ও উন্নয়নকে ক্ষুন্ন, পৌরসভার প্রচেষ্টাকে হেয় প্রতিপন্ন এবং জনপ্রতিনিধিসহ দায়িত্বশীলদের নিয়ে কটুক্তি করা, গুজব রটানো, জনগনকে মিথ্যা তথ্য দেওয়া এবং জনগনের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে মানবন্ধন ও কর্মবিরতি পালিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ নাজমুল স্মরনীস্থ মিনি মার্কেটের সামনে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে সাতক্ষীরা পৌর সভার কাউন্সিলবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী এবং পৌরসভার ০৯ টি ওয়ার্ডের নাগরিকরা কথিত নাগরিক আন্দোলন মঞ্চের বিরুদ্ধে এ মানববন্ধনে স্বতস্ফর্তভাবে অংশ নেয়।
সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতির সভাপতিত্বে মানববন্ধন ও ২ ঘন্টার কর্মবিরতিতে পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, মহিলা কাউন্সিলর জ্যোৎসা আরা, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, শফিকুল আলম বাবুসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাতক্ষীরা প্রাণসায়ের খালের খনন কাজের ৭/৮ মাস আগে টেন্ডার হয়েছে। যদি বর্ষার আগেই এই খাল খনন কাজ হতো তাহলে পৌর এলাকায় এত জলাবদ্ধতা হতোনা। ড্রেণ করে বা ক্যানেল করে এ পানি নিষ্কাশন সম্ভব নয়। ভারী বৃষ্টিতে প্লাবিত এলাকার চেয়ে নদীর উচ্চতা আরো উপরে। যারা পানি নিষ্কাশনের দাবীতে আন্দোলন করছে সরেজমিনে গিয়ে তারা অবস্থাটা দেখে আসলেই বুঝবে। জলাবদ্ধতা নিরসনে নদী খননের বিকল্প নেই। মরিচ্চাপ, ইছামতি ও বেতনাসহ সাতক্ষীরার কয়েকটি নদী পুনখনন করতে হবে। সাতক্ষীরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রকল্প বাস্তবায়ন হলেই সাতক্ষীরার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।সাতক্ষীরা পৌরবাসি কথিত নাগরিক আন্দোলন মঞ্চের বিরুদ্ধে ফুসে উঠেছে। সম্প্রতি এই কথিত নাগরিক আন্দোলন মঞ্চ কিছু সহজ সরল গুটি কয়েক মানুষদের ভুল বুঝিয়ে পৌরসভা চত্বরে বিছানা বালিশ নিয়ে সাতক্ষীরা পৌরসভা ঘেরাও এর নামে কুরুচিপুর্ন বক্তব্য দেন। আন্দোলনের নামে যেটা করেছে তা খুবই নিন্দনীয়।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরায় জনপ্রতিনিধি ও দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে হেয় প্রতিপন্ন করতে আর কোন ষড়যন্ত্র হলে তাদেরকে সামাজিকভাবে বয়কটসহ দাঁতভাঙ্গা জবাব দেবে সাতক্ষীরা পৌরবাসি। সাতক্ষীরার বহুল বিতর্কিত সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম বিশিষ্ট বুদ্ধিজীবী সেজে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ করাসহ সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন করতে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। সে ছিল আসলে জামাত শিবিরের ফুলকুড়ি সংগঠনের সক্রিয়কর্মী। গিরগিটির মত রুপ পাল্টিয়ে সে ক্ষমতাসীন দলীয় নেতাকর্মীদের মধ্যে ঢুকে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে জনগনকে উসকে দিচ্ছে এই শিবির ক্যাডার মাসুম। এই সকল উস্কানীদাতাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সাতক্ষীরা পৌরবাসি। সাতক্ষীরার জনগন ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র ও মিথ্যাচার করে নিজেদের স্বার্থ হাসিল করে আসছে তাদেরকে আইনের আওতায় এনে এ মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
এসময় সাতক্ষীরা পৌর সভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী এবং পৌরসভার ০৯ টি ওয়ার্ডের নাগরিকরা কথিত নাগরিক আন্দোলন মঞ্চের বিরুদ্ধে এ মানববন্ধনে স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।