Type to search

সারাদেশ

‘ছাত্রলীগের নেশাটাই আমাকে শেষ করে দিলো’

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ রিয়াদ হোসেন বাবু (২৫) ওরফে ত্যাড়া মুন্সী বাবু নামে এক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছে। বাবু তালা উপজেলার হরিশচন্দ্রকাটি গ্রামের শেখ মঞ্জুরুল রহমানের ছেলে। সে তালা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক।

যদিও তার ফেসবুকের স্ট্যাটাস বিশ্লেষণ করে আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার বিকেলে বিষপান করে আত্মহত্যা করে সে। বিকেল ৪টার দিকে ফেসবুকে তার দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে যেমন পারিবারিক জীবনের নানা হতাশার কথা উঠে এসেছে, তেমনি রাজনৈতিক জীবনের চাওয়া-পাওয়া নিয়ে হতাশার কথাও উঠে এসেছে।

দীর্ঘ স্ট্যাটাসের প্রথম দিকে বাবু লেখে, ‘জানেন? সেদিন খুব কেঁদেছিলাম আমি। যেদিন আমার হাতটা ছেড়ে দিয়েছিলেন সোহাগ দাদা। আমার বাঁচার শেষ আশাটুকু ছিলেন উনি।’ আবার সে তার ছোট বোনের কাছে ক্ষমা চেয়ে লিখেছে, ‘কাঁদিস না লক্ষ্মীটি। হয়তো সব থেকে বড় অন্যায়টা তোর সাথে হলো! মাফ করে দিস তোর এ অপরাধী ভাইটিকে। জানি এ ভুলের কোনো ক্ষমা নেই।’

রাজনীতি নিয়ে হতাশা ব্যক্ত করে সে লিখেছে, ‘চাকরি বা বিয়ে কোনোটাই করিনি ছাত্রলীগ করবো বলে। বাট আজ দলও টাকার কাছে জিম্মি। আমার জীবনে আজ অবধি যতো খারাপ সময় তার সবকিছু এ রাজনীতির জন্যে। ভবিষ্যতের কথা ভাবিনি কখনো, আজ জীবনের এ শেষ সময় ক্যানো জানি মনে হচ্ছে, এ ছাত্রলীগের নেশাটাই আমাকে শেষ করে দিলো। হারিয়েছি সব, ঘর, পরিবার, ভালোবাসার মানুষ, কাছের মানুষ সব সব কিছু হারিয়েছি এ রাজনীতির জন্যে। তাই চলে গেলাম এ নিষ্ঠুর স্বার্থের পৃথিবী থেকে, ক্ষমা করে দেবেন আমাকে।’

বাবুর চাচা শেখ মেজবর বলেন, কি কারণে সে আত্মহত্যা করেছে, তা এ মুহূর্তে বলতে পারছি না। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, বিকেল ৪টায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের ঘরেই বিষপান করে বাবু। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে সে।

Translate »