Type to search

সারাদেশ

চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে ট্রেনের চলন্ত ইঞ্জিন ও যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) রাত ৯টার দিকে ইপিজেড থানার বিমানবন্দর সড়কের মেঘনা তেলের ডিপোর সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। এর মধ্যে আজিজুল রেলের পয়েন্টসম্যান। আসাদুজ্জামান নগরের চট্টগ্রাম ইপিজেডের ইয়াংওয়ান কারখানার কোয়ালিটি সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। অন্যজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, দুর্ঘটনার পরে ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের তিনজনই মারা গেছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »