Type to search

সারাদেশ

চট্টগ্রামে ক্রসফায়ারের ভয় দেখানোর অভিযোগে ৮ পুলিশের নামে মামলা

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে ক্রসফায়ারের ভয় দেখিযে অর্থ আদায় ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আব্দুল ওয়াহেদ নামে এক ব্যক্তি আদালতে মামলা করেছেন। এ পুলিশ সদস্যদের মধ্যে বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলামও রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে কোর্ট রেজিস্ট্রার (সিআর) মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পরে নগর পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্ত আট পুলিশ সদস্য হলেন- পরিদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলাম, এসআই মো. নুর নবী, এএসআই মো. শরিফুল ইসলাম, এএসআই মো. আশরাফুল ইসলাম, এএসআই অমিত ভট্টাচার্য, এসআই গোলাম মো. নাছিম হোসেন, কন্সটেবল মো. সোলাইমান, কন্সটেবল ফৌজুল করিম ও সোর্স ডোনার রুবেল।

মামলার এজহারে অভিযোগ করা হয়, গত ১৩ জুলাই বায়েজিদ বোস্তামীর জামাল কলোনী থেকে বিনা কারণে বাদীকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়। দাবি করা হয় ২ লাখ টাকা। বাদী টাকা দিতে অপারগতা জানালে মাদক আইনে আরও কয়েকজনের নামে একটি মামলা দিয়ে তাদের ফাঁসানো হয়। এমনকী মামলাটি হালকা করতেও টাকা দাবি করেন বলে বাদী আরজিতে উল্লেখ করেন।

বাদীর আইনজীবী মোহাম্মদ আলমগীর জানান, আমার মক্কেলকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে হয়রানি করায় একটি মামলা করেছি আদালতে। আসামিরা আমার মক্কেলকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ দাবি করেন। মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন নগর পুলিশকে আদালত। আগামী ১ অক্টোবর নগর পুলিশকে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশনা দিয়েছেন।

বায়েজিদের আরফিননগর এলাকার সোমাইয়া এন্টারপ্রাইজ নামের একটি দোকানের স্বত্ত্বাধিকারী আবদুল ওয়াহেদ ।

Translate »