চট্টগ্রামে করোনায় মৃত্যু ৫০০ ছাড়ালো, মোট শনাক্ত ৪৯ হাজার ৯৫ জন

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়ে আরও মারা গেছেন ৭ জন। নতুন করে করোনা রোগী আক্রান্ত হয়েছেন ২০৮ জন। এই নিয়ে এ পর্যন্ত কোভিড-১৯এ ৫০৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জানায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৬১টি নমুনা পরীক্ষা করে ২০৮ জন রোগী পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে ১৫৯ জন নগরীতে ও ৪৯ জন উপজেলার। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় শনাক্ত হয়ে মারা গেছে ৫০৪ জন। তার মধ্যে নগরীতে ৩৭৫ ও উপজেলায় ১২৯ জন।
আর চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯৫ জন।