চট্টগ্রামে আগুনে ৬টি ঘর পুড়ে ছাই, অক্ষত কোরআন শরীফ
চট্টগ্রামের আনোয়ারায় আগুন লেগে ৬ বসতবাড়ি পুড়ে গেছে। আগুনে কোনো মালামাল রেহাই না পেলেও অক্ষত রয়েছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কোরআন শরীফ। আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার দুই নম্বর বারশত ইউনিয়নের এক নম্বর গোবাদিয়া ওয়ার্ডের মিন্নত আলি হাট এলাকার ইয়াসিন খাঁর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মোহাম্মদ নুরুল আলম বলেন, রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী মোশারফ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ঘরে হাঁস মুরগীসহ ৬টি বসতবাড়ি ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ঘরের নতুন ফ্রিজ, স্বর্ণ, টাকা সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২-১৫ লাখ টাকা মতো হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ঘরের মধ্যে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কুরআন শরীফ অক্ষত রয়েছে।
এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। তারপর একটানা আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লেগে ৬টি ঘর, ৬টি রান্নাঘর, একটি গোয়ালঘর পুড়ে যায়।
এবিসিবি/এমআই