গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ২৫
জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার পর উপজেলার মালেকের বাজার এলাবায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যান চালক আকামুদ্দিন মোল্লা (৫০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২), অন্য ১ জনের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গীপাড়া থানার ওসি এএফএম নাসিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ যাত্রী নিহত হয়েছেন। অন্য তিন জন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।