গুলশানে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
রাজধানীর গুলশান -২ এ একটি ১২ তলা ভবনের ৭ম তলায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
ভবনটির ১১ তলা থেকে ৩-৪ জনকে ঝাঁপ দিয়ে নিচে পড়তে দেখা গেছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজনকে উদ্ধারের আশায় জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইউনিট বাড়ানো হচ্ছে। নয়টি ইউনিট কাজ করছিল। আরও চারটি ইউনিট দুর্ঘটনাস্থলে যাচ্ছে। এগুলোসহ মোট ইউনিট হবে ১৩টি ইউনিট। এখন পর্যন্ত ওই ভবন থেকে এক নারীসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এবিসিবি/এমআই