Type to search

সারাদেশ

গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ পাঁচ জনই মারা গেছেন

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ আনোয়ার হোসেন (৩০) মারা গেছেন। এ নিয়ে দগ্ধ ৫ জনই মারা গেছেন।

রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি জানান, গাজীপুর ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় দগ্ধ আনোয়ার চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। দগ্ধ ৫ জনের সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

এবিসিবি/এমআই

Translate »