গাজীপুরে এতিমখানা থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার একটি এতিমখানার কক্ষ থেকে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মুনশুরপুর মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা ও এতিমখানা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত্যু আবু সুফিয়ান শান্ত খলাপাড়া এলাকার হান্নান মিয়ার ছেলে এবং মাদ্রাসার মক্তব বিভাগের আবাসিক শিক্ষার্থী।
মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা আবু হানিফ বলেন, বৃহস্পতিবার এশার আযানের পর শিক্ষার্থীরা নামাজে যেতে তাদের কক্ষ থেকে মাদ্রাসার সংলগ্ন মসজিদের উদ্দেশ্যে বের হয়। নামাজ শেষে ফিরে এসে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায় অন্য শিক্ষার্থীরা। পরে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখে কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় শান্ত ঝুলে রয়েছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক বলেন, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, রাজশাহীর তানোরে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুলেখা খাতুন স্মৃতি (১৭) তালন্দ সরদার পাড়া এলাকার রুস্তোম আলীর মেয়ে এবং তালন্দ ললিত মোহন কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্রী।
এ ব্যাপারে তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে প্রেমিক আজাহার তার প্রেমিকা ওই কলেজ ছাত্রীর মোবাইল ফোনে তল দিয়ে কথা বলার পর পরই প্রেমিকা আত্মহত্যা করে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।
এবিসিবি/এমআই