Type to search

সারাদেশ

গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সিকদারপাড়া এলাকায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যুবরণ করেছেন।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে সুফিয়ান রহমান (৪২) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৮)।

স্থানীয়রা জানান, শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন স্বামী-স্ত্রী। বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান আজ শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সংবাদ দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর লাশ উদ্ধার করা হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

এবিসিবি/এমআই

Translate »